Sonali Biswas

সোনালী বিশ্বাস

সংক্ষিপ্ত পরিচিতি -

সোনালী বিশ্বাস উত্তর ২৪ পরগনা জেলার বিশপুর নামক গ্রামে ১২ ই আগস্ট জন্মগ্রহণ করেন। বর্তমানে উনি ব্যারাকপুরে বসবাস করেন। উনি বাংলা বিষয়ে স্নাতকোত্তর।

২০১৯ সাল থেকে উনি লেখালেখি শুরু করেন। উনি অনলাইন পএিকাতেও  লেখালেখি করেন । ২০২০ সালে ওনার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ কিশলয় ই-পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। দর্পণ নামক একটি সামাজিক পেজে ছোটখাটো অভিনয়ও করে থাকেন। এছাড়াও উনি একজন আবৃত্তিকার। উনি কবিতা আবৃত্তি শুনতে ও আবৃত্তি করতে খুবই ভালোবাসেন। 

  • পত্রিকায় প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১০৫৭৪৮৯৩
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup