এ সকাল যেন সকাল নয়, চতুর্পাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত! কোনো অশনিসংকেত নাকি কালোর আড়ালে আলোর যুদ্ধ! এই কি ছায়াযোগ নাকি কোনো কালবেলা- সমগ্র জাতি মনের সমস্ত গ্লানি হরণ করে, ধর্ম - বর্ণ কে একটি সূত্রে আবদ্ধ করার মাহেন্দ্রক্ষণ যেন উপস্থিত হয়েছে।রচনাকাল : ১৬/৮/২০২০
সোনালী বিশ্বাস উত্তর ২৪ পরগনা জেলার বিশপুর নামক গ্রামে ১২ ই আগস্ট জন্মগ্রহণ করেন। বর্তমানে উনি ব্যারাকপুরে বসবাস করেন। উনি বাংলা বিষয়ে স্নাতকোত্তর। ২০১৯ সাল থেকে উনি লেখালেখি শুরু করেন। উনি অনলাইন পএিকাতেও লেখালেখি করেন । ২০২০ সালে ওনার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ কিশলয় ই-পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। দর্পণ নামক একটি সামাজিক পেজে ছোটখাটো অভিনয়ও করে থাকেন। এছাড়াও উনি একজন আবৃত্তিকার। উনি কবিতা আবৃত্তি শুনতে ও আবৃত্তি করতে খুবই ভালোবাসেন।