রবিতর্পণ
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

লেখিকা : নন্দিতা সরকার
দেশ : India , শহর : সোনারপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ১৬ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ১০৬০২ জন পড়েছেন।
Nandita Sarkar
"সীমার মাঝে , অসীম, তুমি বাজাও আপন সুর---- 
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর।।"
         
অতিমারীর করালগ্রাসে  গতবছর ও তোমার জন্মদিন শুধু মনে মনে পালন করেছিলাম। এ বছর মনের অবস্থা এতই বেদনা দায়ক যে, মৃত্যু নগরীর কোলাহল তো বারণ হলো.. কিন্তু 

" চিত্ত মম যখন যেথা থাকে   
        সাড়া যেন দেয় সে তব ডাকে, 
যত বাঁধন সব টুটে গো 
 প্রভু,  তোমার টানে, তোমার টানে, তোমার টানে।। "

তোমার টানে আবার তোমাকে নিয়েই গঙ্গা জলে গঙ্গা পূজা করছি রবি ঠাকুর। আনন্দ, দুঃখের দিনে তুমি, পূজা প্রেমে ও তুমি। 

" জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো" ।। 

জীবনের প্রতি ছত্রে তোমার লেখা প্রেরণা দেয়। বলে যেন...

 "জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে.. 
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে।। 

কেন জানি না এই দাড়ি বুড়োর ছবি যেদিন আঁকতে শিখি, তার মধ্যে ও কোথাও যেন একটা ছন্দ পেয়েছিলেম। বিস্ময় জেগেছিল...  এতো বড় কপাল! হয়তো কপাল' টা প্রজন্মের পর প্রজন্ম, জন্মদিনে চন্দন পরবে বলেই এতো বড়। রবির তর্পণ-এ তাই বলতে পারি... দুঃখ পেলে খুঁজে পাই পরিত্রাণ তোমার লেখায়, যা বেঁচে থাকার রসদ। জীবনী শক্তিতে আবার প্রাণ খুঁজে পাই। তাইতো... 

"আমার     ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন      আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে।।
      
রবি ঠাকুর তোমার জন্মদিন বলে, সেদিন শুধু তোমাকে নয়..

"প্রতিদিন  ও আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে। "
করি জোড় করে, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে।। "
    
  আনন্দে ও তুমি... 
"প্রাণে খুশির তুফান উঠেছে। " বলে তোমার সুরে গাইতে পারি। 

        প্রেম ও পূজা তোমার গানে একাত্ম হয় তাই তো.. 
"জীবনজুড়ে লাগুক পরশ, 
          ভুবন ব্যেপে জাগুক হরষ, 
তোমার রূপে মরুক ডুবে     
          আমার দুটি আঁখি তারা।"

কোথায় তোমার চোখ পড়েনি? সবুজায়ন করতে ও তুমি লিখলে-
"মরুবিজয়ের কেতন উড়াও  হে শূন্যে, উড়াও উড়াও হে কোমল প্রাণ"।

তোমার গান গাইতে গাইতে আমরা গাছ লাগাই নব উৎসাহে। প্রকৃতির প্রত্যেকটা ঋতু তোমার দৃষ্টি এড়াইনি। গ্রীষ্ম থেকে বসন্ত সমান ছন্দে তোমার লেখনী তে দিপ্যমান। তোমার লেখায় তাই তোমাকে  বলি... 

  " দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, 
          আপন জেনে আদর করিনে।। 
      পিতা ব'লে প্রণাম করি পায়ে, 
  বন্ধু ব'লে দুহাত ধরিনে।। 
     আপনি তুমি অতি সহজ প্রেমে
আমার হয়ে যেথায় এলে নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধ'রে
       সঙ্গী ব'লে তোমায় বরিনে।। 


 প্রাণের ঠাকুর তুমি প্রাণে রহ। জন্মদিনে প্রণাম লহ।।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং নন্দিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Germany : 2  Hungary : 1  India : 168  Ireland : 11  Japan : 1  Philippines : 1  Russian Federat : 10  Saudi Arabia : 4  
Sweden : 3  Ukraine : 4  United States : 250  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Germany : 2  Hungary : 1  
India : 168  Ireland : 11  Japan : 1  Philippines : 1  
Russian Federat : 10  Saudi Arabia : 4  Sweden : 3  Ukraine : 4  
United States : 250  
লেখিকা পরিচিতি -
                          নন্দিতা সরকার ১লা জানুয়ারি দক্ষিণ পরগণা জেলার সোনারপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে শিক্ষকতার সাথেও যুক্ত। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি স্কুলে গীতি আলেখ্যও লেখালেখি করেন। কিশলয় পত্রিকার মাধ্যমেই তাঁর প্রথম অনলাইন পত্রিকায় লেখালেখি করার আত্মপ্রকাশ। 
                          
© কিশলয় এবং নন্দিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবিতর্পণ by Nandita Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৭৭১৪০