হাঁটতে হাঁটতে পথের মাঝে আটকে চারটে চোখ আবার দেখা দুজনের, যাদের বিচ্ছেদের এখনও কাটেনি শোক; গাল ভর্তি গোঁফ দাড়িতে সে এক অন্য মানুষ অপরদিকের মেয়েটা টিপ ছেড়েছে, ছেড়েছে পরা কাজল। এগিয়ে যেতেও পা সরে না, থমকে গেছে সময় একবার যদি বিপদ ভুলে, আর্জি আসে থেকে যাওয়ার।রচনাকাল : ১০/৩/২০২১
চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন। তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।