আজ 5ই সেপ্টেম্বর যা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন,
একজন সফল মানুষের পিছনে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম।
সেই শিক্ষক শুধু পড়াশুনার ক্ষেত্রেই নয়,
তিনি থাকতে পারেন জীবনের সব ক্ষেত্রেই।
তিনি যে শুধুমাত্র শিক্ষা দেয় তাও কিন্তু নয়,
তিনি থাকেন আমাদের জীবনের চলার পথে পরামর্শ দাতা হিসেবেই।
সত্য মিথ্যা যাচাই করা,ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়া,
সাফল্যের জন্য লক্ষ্য স্থির করা, সর্বপরি একজন ভালো মানুষ হতে শিখিয়ে দেওয়া।
শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক হল পবিত্র বন্ধুত্বের মত,
ফ্রেন্ড, ফিলোসফার, গাইড মুলত তিনটি সেতু দ্বারা নির্মিত।
তাঁদের শ্রদ্ধা জানাতে মর্যাদার সহিত করা হয় এই দিনটি পালন,
যার উপলক্ষে দিনটি পালন করা হয় তিনি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
তিনি ছিলেন মহান শিক্ষক, রাজনীতিবিদ ও দার্শনিক পন্ডিত,
১৯৩১ সালে ব্রিটিশ সরকার নাইটহোড এবং ১৯৭৪ সালে করেছিল ভারতরত্নে ভূষিত।
ভারতের প্রথম ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান,
তিনিই আবার কোলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক ছিলেন।
মা যেমন জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখায়,
তেমনি শিক্ষকও শিক্ষার আলোয় আলোকিত করে বাঁচতে শেখায়।
তাই আমি আমার শিক্ষাগুরুকে অনেক অনেক প্রনাম জানাই,
এই শুভদিনে উনি যেন ভালো থাকে এই প্রার্থনা করি সর্বদাই।
রচনাকাল : ৫/৯/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।