তোমাকে দেখিনি সমুখে,
ছুঁতেও পারিনি তোমাকে।
তবুও প্রত্যাখ্যান করিনি কখনও তোমায়,
তুমি মিশে আছো আমারই অন্তরে।
চলার পথে ছিল অজস্র ঝড়- ঝাপটা,
ভয় পেয়েছি; ভেবেছি, যদি হারিয়ে যাই!
সাথে ছিলে বলে তুমি আমার,
হারিয়ে যায়নি তাই।
অনেক মুহূর্ত এনে দিয়েছো তুমি,
কিছু খারাপ, আবার কিছু ভালোও।
সমাজের আগুনে ফেলে ছিলে তুমিই,
তবুও নিশ্চিন্ত হতে দাওনি কখনও।
কেড়ে নিয়েছো বহু মানুষকে,
তারা সবাই ছিল আপনজন।
তবুও তুমি এগিয়ে যেতে শিখিয়েছ আমায়,
বুঝিয়েছ যে কখনও থেমে থাকেনা এ জীবন।
বিপদ আসুক যতই না কেন,
জয় করতে শিখিয়েছে সব বিপর্যয়।
তোমার শিক্ষা পেয়েছি বলেই,
আমি আজ অকুতোভয়।
সমাজ যা বলে বলুক,অন্যরা যা ভাবে তা ভাবুক,
নিজের স্বপ্নের পথে চলার সাহস দিয়েছে সর্বক্ষণ।
সঠিকভাবে গড়ে তুলেছে বলেই আমায়,
হে সময়! তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।
রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং প্রিয়াঙ্কা ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।