কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল প্রকাশিত ১০ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ১০১৫৭ জন পড়েছেন।
জীবন যুদ্ধে ক্লান্ত হলে
খুঁজে দেখো পথের বাঁকে,
দিনযাপনে ব্যস্ত তুমি
দেখবে এখনও বেকার আমি।
মাইলের পর মাইল ধরে
আজও সাথে চলার ইচ্ছে।
আবারও বলব ভালোবাসি
নাইবা তুমি আমার হলে।
চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন।
তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।