বাংলা ভাষায় করি লেখাপড়া, বাংলায় গাই গান, বাংলা আমার জন্মভূমি ও মাতৃত্বের টান। বাংলা মানে এক আকাশের নীচেই হিন্দু-মুসলমান, আবার বাংলা মানেই চাষের খেতের পাকা ধান। বাংলার রক্তে স্বাধীনতা;অরবিন্দ, সুভাষ, ক্ষুদিরাম, বাংলার কন্ঠেই রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম। আমার বাংলা আমার গৌরব, থাকবে চিরকাল, আমার বাংলায় প্রকাশ পেল ভালোবাসার আভাস।রচনাকাল : ১৬/৮/২০২০