কর্মহীন পুরুষ গুলি, নিরবধি জ্বলে যন্ত্রণায়, প্রিয় মানুষ গুলি অভুক্ত, তবুও যে সে ভীষণ নিরুপায়। মায়ের বাতের ব্যাথাটা ইদানীং বড় বেশি বেড়ে গেছে। বাবার চোখে মোটা পাওয়ার, চশমাটা আবারও ঝাপসা হয়েছে। পান্তা ফুরায় নুন আনতে, এসব যে বড় বিলাসিতা, চোখের সামনে ভেসে ওঠে লাখ লাখ স্বপ্নের চিতা।রচনাকাল : ১৬/৮/২০২০
মুসকান ডালিয়া ১৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ এবং দুই সন্তানের জননী। এইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। লেখালেখি তাঁর ভীষণ প্রিয়, তাঁর লেখার চেষ্টা সেই ছোট্ট বয়স থেকে। স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি কনে সাজানো আর ঘর সাজানোর শখ রাখেন। -"যদি প্রেরণা দাও, এক আকাশ গল্প লিখতে পারি। সাহিত্য তোমাকে যে ভালবাসি ভারি।"