ছোট্ট একটা প্রাণের ছিলো জন্ম নেওয়ার কথা, আসবে বলে খুশিও মা খুব, সয়ে হাজার ব্যাথা। মায়ের শুরু শ্বাসকষ্ট, বিপি হঠাৎ হাই, কেউ এলোনা, সাহায্যেতে, ভাবলো কোভিড তাই ! কাজের থেকে বাবা এসে, প্রায় অচেতন মাকে নিয়ে, অনেক চেষ্টায়, কষ্ট করে, হাসপাতালে গেল নিয়ে। যাওয়ার পথে থামলো জীবন, একটা নয় দুটোই, মা আর বাচ্চা ফুরিয়ে গেলো, বাবা রইলো শুধুই !রচনাকাল : ১৬/৮/২০২০
১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন !