কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে প্রকাশিত ১৩ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ৮৩৫৯ জন পড়েছেন।
আমার শহরে হঠাৎ করেই বৃষ্টি
তোমার শহরে পরিষ্কার নীলাকাশ।
আমার শহরে রাত জুড়ে বৃষ্টি
তোমার শহরে তারায় ভরা রাত।
আমার শহরে ফোঁটা ফোঁটা বৃষ্টি
তোমার শহরে ওলিতে গলিতে মেঘ।
আমার শহরে হঠাৎ সূর্যোদয়।
তোমার শহরে এখন,গভীর নিম্নচাপ।