রাজীব বিরক্ত হয়ে উঠেছিল। কারণ মায়ার অকারণে কাজের সময় ফোন করার অভ্যাস।
রাজীব চাকরি করে আর মায়া এখনও ছাত্রী।
সেদিন অফিস থেকে বাড়ি ফিরে রাজীব ঘুমিয়ে পড়েছিল। বেশ অনেকবার মায়ার ফোন এসেছিল সেদিনও, তবে রাজীব ধরেনি।
পরদিন সকালে মা খবর দিলেন মায়া ভোররাতে দুর্ঘটনায় মারা গিয়েছে।
রাজীব নিজের অজান্তেই ফোনটি হাতে তুলে নিল। একটা ভয়েস ম্যাসেজ রয়েছে, চালাতেই মায়ার স্বর বলল, "আমার রোড এক্সিডেন্ট হয়েছে, আমায় বাঁচাও..."
রাজীবের হাত থেকে ফোন পড়ে গেল। মায়ার স্বর থেমে গেছে... চিরকালের জন্য।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং প্রিয়াঙ্কা ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।