সকাল থেকেই ভীষণ ব্যস্ত স্বপনবাবু। একা হাতে রান্নার দিক,পুরোহিত, মণ্ডপসজ্জা সব সামলাতে হচ্ছে ওনাকে। "কি হলো টা কি? হলুদ তত্ত্ব নিয়ে যে এসে পড়বে বরপক্ষ" বলতে বলতে চোখ ঝাপসা হয়ে এল স্বপনবাবুর। মাসখানেক আগেই একটা দুর্ঘটনায় তিনি হারিয়েছেন তার একমাত্র সন্তানকে। তার পুত্রবধু সীমন্তিনীই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
সম্প্রদান করতে করতে স্বপনবাবু পাত্রকে বললেন, "বাবা আমি তোমায় আমার মেয়েকেই আজ শুধু দিলাম না, দিলাম আমার ঘরের একমাত্র বংশপ্রদীপকেও।"
কথাটা শুনে সীমন্তিনীর চোখ থেকে জল পড়ছে আর তখনি শঙ্খধ্বনি-উলুধ্বনির মাঝে আজ আবারও সীমন্তিনী হল সে।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।