বাড়ী ফেরার পথে মাথাটা কেমন ঘুরে গেছিল, মুখ থুবড়ে ফুটপাতে পড়ে গেছি, রক্তাক্ত। একটা ছেলে আমাকে যত্ন করে ধরে, চোখেমুখে জল দিয়ে, হাতধরে টোটোতে বসিয়ে দিল। আমার মনে পড়ল সেই যৌবনের শুরুতে, পাড়ার পুজোর প্যান্ডেলে অশীতিপর রক্তাক্ত বৃদ্ধাকে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে ফার্স্ট এইড করিয়েই হাসপাতালে নিয়ে গেছিলাম আমি। পুজোর নতুন জামায় রক্তের দাগ লাগার ভয়ে কেউ নিয়ে যেতে চায়নি সেদিন। আজ মনে হলো, এটা সত্যি যে, কিছু দিলে কিছু ফিরে পাওয়া যায়।রচনাকাল : ৩/৮/২০২০
১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন !