ভারতের কাছে গর্বের বিষয় কার্গিল বিজয় দিবস,
এই দিনটি পালিত হয় ওদের স্মরণে প্রত্যেক বছর।
কত বীর যোদ্ধা শহিদ হয়েছিল কাশ্মীরকে বাঁচাতে,
শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে ভারতমাতাকে রক্ষা করতে।
কাশ্মীর নিয়ে চলছে লড়াই ভারত ও পাকিস্তানে,
এই লড়াইয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল চীনে।
কাশ্মীর হলো আমাদের ভারতবর্ষের স্বর্গ,
এই শুভ দিনে শহিদ বীর সেনাদের প্রতি জানাই শ্রদ্ধার্ঘ্য।
আগামী ২৬শে জুলাই ২১ বছর পূর্ণ হতে চলেছে,
প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই ওদের শ্রদ্ধা জানাচ্ছে।
১৯৯৯ সালে মে মাস থেকে এই যুদ্ধ শুরু হয়,
অবশেষে আড়াই মাস পর ২৬শে জুলাই বিজয়ী হয়।
বীর জওয়ানদের জন্য সেই দিনগুলি ছিল অতি ভয়ঙ্কর,
তারা বিজয় পতাকা উড়িয়ে কাশ্মীর করলো জয়।
এই যুদ্ধে ভারতের বিখ্যাত এবং শ্রেষ্ট নায়ক শেরশাহ বলেছিলেন,
"আমি নয় তিরঙ্গা উড়িয়ে ফিরবো, না হয় জড়িয়ে কিন্তু ফিরবো অবশ্যই"বলে শহিদ হয়েছিলেন।
ভারতীয় সেনাবাহিনী বিমান ব্যবহার করেছিল যুদ্ধের শেষে,
কিন্তু পাক বাহিনী করতে পারে নি ওদের দুর্বলতার বশে।
হে ভারতমাতার বীর সন্তান,
তোমাদের জানাই আমি শতকোটি প্রনাম।
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।