যুদ্ধ চাইনা আর
অমিত দেশমুখ
.............................
যুদ্ধ নয়,আমাকে স্বস্তি দেয়
উঠানের ধুলোমাখা শিশুটির মুখ।
যার প্রতিটি হাসি
সরলতা
অধীরতা
আমার ভারতবর্ষের উন্নতি-প্রগতি
কর্মের কথা বলে।
যুদ্ধ নয়,আমাকে স্বস্তি দেয়
সাজানো বাগানের ফুটে ওঠা ফুল।
যার প্রতিটি পাপড়ির সৌন্দর্য্য
ভারতবর্ষের
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে
ফুটে ওঠা ঐক্য।
আমাকে স্বস্তি দেয়,
কলকারখানার অগণিত যন্ত্রের শব্দ।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
একটি কর্মঠ দিন।
যুদ্ধ নয়, আমাকে স্বস্তি দেয়
সুজলা সুফলা ভারতবর্ষের
একটি নবান্নের দিন।
দোয়েল-কোয়েল- ফিঙেদের সাথে
ফাঁকা মাঠ
আলপথ দিয়ে হেঁটে চলা
কোনো এক পথভোলা বাউলের গান।
আমাকে স্বস্তি দেয়
দোপাকা উনানের আঁচে
বেড়ে ওঠা ভাত।
বুভুক্ষু মানুষের তৃপ্তি।
আর একটা কার্গিল কিংবা
1965 চাইনা আর।
যুদ্ধ মানে তো,সাজানো বাগান থেকে
গোলাপ টগর ঝরে পড়া।
যুদ্ধ মানে তো,ধুলোমাখা শিশুটির পানসে মুখ
বারুদের বিষাক্ত গন্ধ।
যুদ্ধ মানে তো, লক্ষ লক্ষ কর্মঠ মানুষের মৃত্যু।
প্রগতির নির্বাসন।
যুদ্ধ মানে তো,আমার তোমার স্বজন হারানোর
একান্ত নিজস্ব বেদনা।
রচনাকাল : ১৩/৭/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।