আশ্রয়
ঝড় থামলে ফিরবো গাঁয়
বলেছিলে যে আদর করে
বলো মাগো ঘর যাবো কবে
ছোট্ট শিশু মাকে শুধায় !!
আর তো নেই মা সেদিনের ঝড়
কদিন তো কেটেই গেল
ভালো লাগছে না আর যে হেতায় !!
আমার রঙ,তুলি আর বই-খাতা সব
কেন রেখে এলে মা ঘরেই সেদিন
আঁকতাম যে রোজ ড্রয়িং খাতায় !!
জননী নিরুত্তর,ভালোই জানেন
হাতে ছিল না যে সময় একটুও
তাড়া হুড়ো করে আসতে হয়েছে,
কুঁড়ে ঘর হলেও তো সাজান সংসার
ঘরের ভিতর সবই রয়ে গেছে,
কিচ্ছু বুঝি আর নেই অক্ষত
উড়ে গেছে সব ঝোড়ো হাওয়ায় !!
বুকের ভিতর ধু ধু করে....
ক্ষেতের ফসল জলের তলায়,
পোষা হাঁস-মুরগী সব ভেসে গেছে
নেই মাথার উপরের ছাদ
আমগাছ উপড়ে লাউয়ের মাচায় !!
চারিদিকে কেবল ধ্বংসস্তূপ
প্রাণে বেঁচেছে পরিবারটুকু যা
ত্রাণ শিবিরই এখন শেষ আশ্রয় !
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।