৫ই জুন
অমিত দেশমুখ
..................................
বিদ্যালয়ের উঠোন জুড়ে
বসিয়ে সবুজ গাছ
হেডমাস্টার ভাষণ দিলেন
পাঁচই জুন যে আজ।
পরিবেশের গুরুত্ব সব
শুনলো ছাত্র দল
পাত্র এনে গাছের গোড়ায়
ঢাললো কেহ জল।
শাল শিশু কদম শিরিষ
কতই গাছের মেলা।
সমস্ত দিন তাদের সাথে
কাটিলো সবার বেলা।
এমন মহা সমারোহেই
দিনটি হলো শেষ।
উঠোন ভরা সবুজ দেখে
বললো সবে বেশ।
একে একে দিন চলে যায়
দশই জুনে এসে
গাছ গুলো সব চক্ষু মেলে
থাকে উপবাসে।
ভুললো সবাই দশই জুনে
পাঁচই জুনের গাছ।
ছাগলে খায় নরম পাতা
আনন্দেতে আজ।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।