আমি দেখেছি,
সবাই ছুটে চলে যায়, যে যার মতন করে
আমি দেখেছি,
ফেসবুক জুড়ে কোলাহল, পুড়ছে অনেক দূরে
আমি দেখেছি,
হরিণ শাবকের গায়ে,আগুনের ঝলকানি
আমি দেখেছি,
লাল সূর্যের মতো, পুড়ছে আসমানী
আমি দেখেছি,
সেই জাঁরোয়ার দল,আঁকড়ে ধরেছে মাটি
হাহাকার কত চিৎকার শেষে ,শেষ হয়ে যাওয়া বাকি
আমি দেখেছি,
সেই বৃক্ষরাজির, সবুজ আর তো নেই
প্রাচীন ফোনেক্স মৃত্যু খোঁজে, দাবানল সে নিজেই
আমি দেখেছি,
মানুষ তখনো নেশায়,ফেরেনি তো কোনো হুশ
আমি দেখেছি,
আগুন ছড়িয়ে পড়ছে, পৃথিবীর ফুসফুস
তবু সবাই সান্ত্বনা বেচে,নেশাতে সারাক্ষণ
আমি ঝলসানো চোখে দেখেছি কী ক'রে পুড়ছে আমাজন।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং স্বাগতা লক্ষ্মী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।