রোজনামচায় বান্টির একটাই নাম ..পথশিশু...না আছে তার পদবী..না আছে তার ভাল নাম। কতদিন বাবু দের গাড়ির কাঁচ নামান থাকলে পয়সা পায়, তার থেকে সে আবার একা খায়না, আছে এক নানী। সেও তার মতন।
করোনা করোনা...সে খায় না মাখে ....জানেনা..তবে কদিন তাদের জুটছিল দুপুরের ভাত ডাল সব্জি...কিন্তু কি যে হল ..একদিন বসেই আছে খাবে বলে..দুপুর গড়িয়ে সন্ধ্যে...দাদারা খেতে দিয়ে ছবি তুলত...আজ তাদের পাত্তা নেই...অবশ্য ক্ষিদে হজম করা অভ্যেস আছে......নানীর কাছে গেল..একই অবস্থা.....নানী তার কেউ নয়...সবাই ক্ষেপী বলে। তবুও এই আশ্রয়টা তার নিজের ... দুজনেই ঘুমিয়ে পড়ে ....... ঘুমের মধ্যে দেখল ...কারা চাল আলু তেল দিয়ে গেল,তার যখন পালা আসল..সব শেষ..গাড়ি টা ও এগোয়..সেও হাত পেতে.... এগোয়........এগোয়....ওরাও বলছে নেই রে ..সব শেষ হয়ে গেছে...কাল দিয়ে যাব.......ঘুম ভাঙল কিসের যেন গন্ধ এ...দেখল তার নানী তিনটে ইট দিয়ে উনুন করে পাতা দিয়ে মাটির হাড়িতে কি করছে...গন্ধ টা সে অনেক দিন পরে পেল.......আনন্দে সে চোখ বুজল.....
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং নন্দিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।