যুদ্ধের বিপক্ষে ✍রাজু দাস (সুভাষগ্রাম) যুদ্ধ নয় শান্তি চাই শান্তি চাই,শান্তি চাই মরণ নয় বাঁচতে চাই বাঁচতে চাই,বাঁচতে চাই। অস্ত্র বরং নিপাত যাক নিপাত যাক, নিপাত যাক কলম দিয়ে লিখতে চাই নতুন সমাজ গড়তে চাই, সবুজ সৃজন দেখতে চাই কণ্ঠ মোদের স্বাধীন চাই।রচনাকাল : ১৮/৪/২০২০
জন্ম ৩ মে ১৯৯১ সালে কলকাতা জেলায়, পিতা শ্রী হরিচরণ দাস, মাতা শ্রীমতী সীমা দাস, বর্তমান নিবাস সুভাষগ্রাম, প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বছর দুয়ের হল কবিতা লিখছেন, বেশকিছু ওয়েব ম্যাগাজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা নিয়মিত লিখছেন, প্রথম কবিতা প্রকাশিত হয় কল্পসাগর সাহিত্য পত্রিকা ও সনেট পাবলিকেশনের হাত ধরে, প্রথম কাব্যগ্রন্থ "কবিতায় একডজন" প্রকাশিত হয় কলকাতা বইমেলা ২০২০ প্রকাশনায় অক্ষর সংলাপ প্রকাশন। সম্মাননা লাভ:- মুকুর লেখনী সম্মান ২০২০, সনেট পাবলিকেশন কবি সম্মান ২০১৮|