সংসার জ্বালাময়,
দূরছাই পালালেই হয় ।
কি করি, কি করি,
যে করেই হোক ছাড়তে হবে বাড়ি ।
ভাবছি......হব সন্ন্যাসী
কিন্তু সে রাস্তাও এখন বাসি ।
উপায় চাই, উপায় চাই,
ভাগ্য খুঁজছি তাই ।
খাও-দাও ঘুমোও
এক কাজ হর-রোজ ।
আর কোনও কাজ নেই,
ভাবনাতে মারো ডোজ ।।
শেষে পেলাম এক জে্যাতিষি,
তার কাছেই ভাগ্যগণনা করছি ।
তিনি বললেন,"অতিশীঘ্রম
ভাগ্য তোর শুভম-মঙ্গলম"।
তারপর আর কে পায়,
বাড়ি ফিরেই এক পায়ে,
একলাফ মারলাম,আর তখনই
বা৺-পা মচকে বিছানা গ্রহণ করলাম ।
ভেঙে গেল সব আশা
সবাই হাসছে দেখে আমার দূর্দশা ।
বললাম,"হেসে নাও,হেসে নাও,
পা-টিকে ঠিক হতে দাও ।
তারপর দেখব,
কি করে আটকাও ।।
আর ঔ ব্যাটা জে্যাতিষি
ঠিক হয়ে তাড়াব গয়া-কাশি ।
হায়.............
রচনাকাল : ২৮/৮/২০১১
© কিশলয় এবং barun kanti mondal কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।