জীবন সঙ্গমে
মেঘনাদ দত্ত
অভিনয় করছি, বুঝলেন;
অভিনয় ।
যে জিনিস আমার বৈশিষ্ট্যে ছিল না,
যে ভন্ডামি আমার মধ্যে ছিল না,
তাকে আজ লালন করছি।
কান্না পেলেও হাসির মোড়কে ঢেকে রাখছি।
রেস্টুরেন্ট যাচ্ছি, পার্কে যাচ্ছি ;
উইকেন্ডে সুন্দরবন- বকখালি যাচ্ছি।
ছবিতে দেখা যায় মুখের এক চিলতে হাসি।
এই হাসির প্রতিটি ভাঁজে থাকে শুধু যন্ত্রনা,
আমি বুঝি।
ছবি তুলি, সেলফি তুলি ;
পোস্ট করি ফেসবুক, হোয়াটসঅ্যাপে।
এভারেস্ট সমান চিন্তা, হতাশা;
শিরা উপশিরায় বিছিয়ে।
শুধু মাথার বালিশ জানে।
মস্তিষ্কের কোষগুলিতে ম্যাকবেথের মানসিক যন্ত্রণা।
মনের মধ্যে ঘুর পাক করে
'To Be Or Not To Be'।
সারা শরীরে ওথেলোর সন্দেহ প্রবণতা।
অবাক হয়ে কি লক্ষ্য করছি জানেন?
আমি নিজে অভিনয় করছি।
এক এক সময় মনে হয়,
আমার কতগুলি মহাসাগরের সমাহার চাই।
আমি তার সামনে দাঁড়াবো ।
আমার ভিতরের কান্না, হতাশা, আগ্নেয়গিরি সম বেদনা
চিৎকার করে বলবে
না!!!!!!!....................
তারপর কান্না ভেজা স্বরে
আমার মন মনে মনে বলবে
'এ জীবন আমি চাই নি!'
রচনাকাল : ৪/৮/২০২৪
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।