কবিতাঃ পথের দিশা
কলমেঃ সুজন কুমার রায়
চলতে পথে পথের বাঁকে, হারিয়েছি পথের দিশা ,,,
সোনাদানা সবই অজানা, সামনে ভাসে যে শিশা ।।
পথের দুপাশে সবুজ ঘাসে, অচেনা ফুলের হাসি ,,,
বৃক্ষের শাখে শালিকের ডাকে, বারেবার ফিরে আসি ।।
অজানা পথে চলতে চলতে, হঠাৎ ফিরে জ্ঞানে ,,,
সেই পথখানি দেয় হাতছানি, শুধুই যে পিছু টানে ।।
পথের টানে ফিরে সজ্ঞানে, মন ছুটে যেতে চায় ,,,
কিন্তু সে পথে পারি না যেতে, হারিয়ে ফেলেছি হায় ।।
হারিয়ে আবার নেই হারাবার, পথের টানেই চলি ,,,
আলোতেও তাই পথ ভুলে যাই, একাই কথা বলি ।।
পাখির গানে পথের টানে, অজানা পথ ধরে চলা ,,,
খুজতে সে পথ যে পথে হাত, জড়িয়েছিল গলা ।।
চেনা অচেনা জানা অজানা, সবকিছু আজ ভুলি ,,,
যেখানে হায় মন যেতে চায়, সেই পথে আজ চলি ।।
রচনাকাল : ২৬/৬/২০২৪
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।