কবিতাঃ ঠিক/বেঠিক
কলমেঃ সুজন কুমার রায়
সব দেবী হয় না দুর্গা, যেমন সরস্বতী, লক্ষ্মী কালী,,,
সব দেব হয় না মহাদেব, কেউ রাজা কেউ মালী ...
মন প্রাণ দিয়ে চরণ ভরিয়ে, করলে পরে পুজা ,,,
দশ হাতে তার আশিস দেবে, জগৎমাতা দশভুজা ...
করে না সবাই পুজা পার্বন, করে না সবাই ভক্তি ,,,
সবাই নারী সবাই পুরুষ, নেই সবার সমান শক্তি ...
কথাটি দামি কিংবা কমদামী, আমি তো না জানি ,,,
ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে, রেখে গেলাম ছোট্ট বাণী ...
যার মনে যে তাকেই মানে, বাকিরা অন্যের মনে ,,,
আমি তো খুজি কিছু না বুঝি, ছুটি শুধু দর্শনে ...
করে যাই কর্ম মনুষ্য ধর্ম, যার যা আছে মনে ,,,
সব ভুলে আস চরণতলে, বলি সকলের সনে ...
আমি যে ক্ষুদ্র মনুষ্য পুত্র, অতি ক্ষুদ্র আমার জ্ঞান ,,,
কি হবে মিশে ক্ষুদ্র পরশে, থেমে যায় যদি টান ...
এটেলের তলে ধিকধিক জলে, বালু করে চিকচিক ,,,
পাই না খুজে কাকে কে ভুজে, কি ঠিক কি বেঠিক ...
রচনাকাল : ২৮/১০/২০২৩
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।