মমতাময়ী মা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আবু জাফর মহিউদ্দীন
দেশ : Bangladesh , শহর : Sirajganj

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২৩ , অক্টোবর
প্রকাশিত ৩ টি লেখনী ১৫ টি দেশ ব্যাপী ৪৯৬ জন পড়েছেন।
Abu Jafour Moheuddin
মা মানে অসীম আকাশ 
যার নেই  কোন তুলনা,
মা মানে রাত্রি জাগরণ 
তার সন্তান নিয়ে ভাবনা।

মা মানে অফুরন্ত আদর 
আর নতুন নতুন বায়না,
মায়ের মত এতো আপন
কোথাও তো পাই না।

মা মানে  কোল জড়িয়ে
যার সীমাহীন মাতৃ-ছায়া
মা নামটি এতোই মধুর
ছোট্ট শব্দ অনেক মায়া।


মা মানে ছোট্ট বেলায় 
গামলায় বসে উষ্ণ স্নান,
কপালে টিপ চোখে কাজল 
থাকুক অটুট অম্লান।

মা মানে কোলে বসে 
আদর করে খাওয়ানো,
ঘুম পেলে মায়ের কোলে
মাথা রেখে ঘুমানো।

মা মানে বসে সারাদিন 
আমার কথা চিন্তা করে,
এমন মায়ের প্রতি ভালোবাসা
যেন থাকে সকলের অন্তরে।

মা মানে বিদ্যা-বুদ্ধিমত্তা
মা মানে হাতে খড়ি,
মায়ের ভাষায় আমার ভাষা
তার ভাষাতেই গড়াগড়ি।

মা মানে তিনি গৃহলক্ষ্মী
যার চরণ তলে জান্নাত,
মা সবার আশা-ভরসা।
মোদের শ্রেষ্ঠ নিয়ামত।

মা  সকাল মা সন্ধ্যা
মা হলো সকল আঁধার,
এই জগতে মা ছাড়া
সব কিছুই তো অসাড়।

 
মা এই দেশের মাটি
মাতৃ মায়ের প্রকৃতি, 
মা আছেতো আমিও আছি
মাকে আমি ভালোবাসি।


রচনাকাল : ২২/১০/২০২৩
© কিশলয় এবং আবু জাফর মহিউদ্দীন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 2  China : 11  Germany : 1  India : 38  Romania : 1  Saudi Arabia : 2  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 2  
United States : 69  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 2  China : 11  Germany : 1  
India : 38  Romania : 1  Saudi Arabia : 2  Spain : 1  
Ukraine : 1  United Kingdom : 2  United States : 69  
© কিশলয় এবং আবু জাফর মহিউদ্দীন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মমতাময়ী মা by Abu Jafour Moheuddin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬৪৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী