~ প্রতীক্ষায়~
রূপক ঘোষ
বাদল দিনে বাতায়নে বসে ,আমি অষ্টাদশী,
কবরী খুলিয়া লুটাইছে ভূমে, আমি এলোকেশী।
চাহিয়া আছি দূর দিকপানে, নিবদ্ধ মোর দৃষ্টি,
বারে বারে কেন তোমা মনে পড়ে ,একি অনাসৃষ্টি?
অবদমিত করেছি বাসনা, তপস্বিনী নই আমি,
গহীন মনের খবর রাখেন আমার অন্তর্যামী।
অবগুণ্ঠিত করেছি নিজেকে, নয় এ অনৃত ভাষণ,
সঁপেছিনু তোমাকে মন-প্রাণ আমি, ছাড়িয়া সকল আসন।
মনে পড়ে হায়! সেদিনের কথা,
স্মৃতি- সুমধুর কত ছোট গাথা।
বিমুগ্ধ দু'জন কত কাছাকাছি,
নির্জনে ছিল শুধু মাতামাতি!
কি যে হল হায়! এক লহমায় ,
মায়ার বাঁধন টুটিল যে প্রায়,
কাপুরুষ তুমি! দোষ কিবা মোর বলিতে না পারি,
সরাইলে দূরে আমি অভাগিনী নারী!
তবু না জানি কেন? আঁকড়িয়া স্বপন,
বেশরম নারী ! বিছায়েছে আসন,
শুধু তোমার-ই প্রতীক্ষা তরে।
তুমি কি আসিবে ফিরে?
--------*------
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।