~ শরতের আগমনী ~
রূপক ঘোষ
এসেছে শরৎ শুভ্র বারিদ ছেয়েছে আকাশ পানে,
শ্বেত কাশ ফুলে ঢেকে নদী তীর, হিমের পরশ আনে।
শরতের তৃণ সেজে ওঠে মেখে শিশির বিন্দু গায়ে,
শারদ প্রাতে শিউলি দিয়েছে অর্ঘ্য লুটায়ে পায়ে।।
মালতি লতায় ছেয়ে গেছে বাগ, ফুটেছে বকুল বেলি,
মধুর খোঁজে ফুলে ফুলে ভিড় , জুটে গেছে কত অলি।
মেদুর আকাশে ঝিলিমিলি রোদ, মেঘ ভাসে সারি- সারি,
হরিৎ ক্ষেত্রে ঢেউ খেলে যায় বাতাসেতে লুকোচুরি।।
দীঘি ভরা জল, স্তব্ধ শীতল,ঢেকে গেছে শ্বেত কমলে,
মরাল-মরালী জল কেটে চলে ছোট ছোট হিল্লোলে।
আগমনী সুর বাতাসেতে ভাসে ওই বুঝি উমা এলো,
প্রার্থনা মোর আকুল হৃদয়ে ঘুচাও সকল কালো।।
------*----
শব্দার্থ: বারিদ- মেঘ
অর্ঘ্য-পূজার উপকরণ
বাগ - বাগান
মেদুর- স্নিগ্ধ
হিল্লোল- তরঙ্গ
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।