প্রেয়সীর সাক্ষাত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : মিলন পুরকাইত
দেশ : ভারত , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২৩ , মার্চ
প্রকাশিত ১ টি লেখনী ৬ টি দেশ ব্যাপী ২৬ জন পড়েছেন।
MILAN PURKAIT
প্রিয় মহীমা, 
- তুমি আঁধারে লুকিয়ে আলো খুঁজছো?
- কি করবো বলো?
তুমিই তো আমার আলো।
- সত্যিই কি তাই?
- সত্যিই তো আমার প্রাণে,মনে মন্দিরে তোমাকে রেখেছি অতি যত্নে! 
- অতি সূক্ষ্ম ও সরল ভালোবাসাটি কেনো বুঝতে চাওনি? 
- তোমার প্রেমের মাঝে যে অসীম  ভালোবাসা জড়িয়ে আছে তা আমি বুঝতে পারিনি।
- তুমি নিজেকে নিস্তব্ধতার আঁধারে লুকিয়ে রেখেছো।

- আমাকে ক্ষমা করো সুশীল।

- তোমাকে ক্ষমা করার আমি কেউ নই, 
তবে মনে রেখো,
শুন্যতার আড়াল বইটির প্রতিটি পাতায় তোমাকে নিয়ে যাবো।
এক শুদ্ধ স্পর্শ দিয়ে জড়িয়ে রাখবো!

- শেষ বারের জন্য একটি প্রশ্ন করি?
- শেষ প্রশ্ন?- হ্যাঁ করতে পারো।
আসি বলেই চলে যাচ্ছো চিরতরে? 
কি অদ্ভুত না?
আসি বলেও কি সুন্দর চলে যাওয়া যায় তা-ও এতো মধুর একটি বাক্যে,
যা তোমার মুখে না শুনলে আমি কখনোই বুঝে উঠতে পারতাম না!
- সব প্রশ্নের উওর হয়না!
ফেলে রাখা স্মৃতিও নিয়ে যাচ্ছি সাথে করে,
কেননা আমি চাই না তুমি এসব বেদনা মনে করে একসময় এটা নিজ অন্তরেই বলে উঠবে যে,
আমি-তুমি মিলে আমরা কেনো হলাম না?
তুমি-সে মিলে তোমরা হয়ে গেলে যে?
রচনাকাল : ১/৩/২০২৩
© কিশলয় এবং মিলন পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Germany : 1  India : 9  Saudi Arabia : 1  United States : 10  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Germany : 1  India : 9  
Saudi Arabia : 1  United States : 10  
© কিশলয় এবং মিলন পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেয়সীর সাক্ষাত by MILAN PURKAIT is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬২১২৫
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী