কিছু নয় সঙ্গী কিছু নাই শাক্ষী, বৃথা তোর জন্ম কিছু নেই চিহ্ন- তবে এই জীবনের কী বা মূল্য।। থাকতে জীবন কবলি সার্থকবর করেছিস্ কেবল নিজের জন্য। হরতে চিনলি দিতে নয়- নিজেকে ভেবেছিস্ এক অমূল্য। তোর মতো কত শত এলো আর গেল দিন ফুরাতেই মুছে গেল তাদের কৃত চিহ্ন। কী বা তোর পরিচয় কেন বা তোর জন্ম ভেবে দেখ একবার তোর দ্বারা কি বা ফল্য !।।রচনাকাল : ১৭/২/২০২৩