যেন এক যুগ পর ফিরে এলে তুমি
এক যুগ পরে বসন্তের ছোঁয়ায় , স্মৃতির অতলে
মহাসাগরের গভীরতার মতো অনুভব করতে পারি ভালোবাসা-
যেন তোমার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজের স্পর্শ -
পুঞ্জাক্ষি প্রজাপতির মতো মোহাবিস্ট করে
আমার এই ত্রিশতম বসন্তকে।
শ্রাবণ ফুরিয়ে এলেও তবু-
মনে লাগে বৃষ্টির পরশ,
জেগে ওঠে তোমার চিরপ্রান প্রেম,
অশান্ত অনম্র আমার চোখে তখন অনন্ত মধু।
বট বৃক্ষের মতো মাথা নত করে তখন
ভালোবাসায় ফোটে নীলমণি ফুল।
এমন করেই আরও ত্রিশটি বসন্ত পার করে যদি-
তোমার চোখের নীল নিঃসীম সমুদ্রে
ডুবতে চাই আমি ?
এতদিন যেটা ভালোবাসা বলে দাবি করতাম আমি,
যে রঙে মাখতাম আবীর
যে বৃষ্টির ফোঁটায় খুঁজতাম রামধনুর পরশ
যে ঝরাপাতায় লিখতাম স্মৃতির উপন্যাস ,
যে কুয়াশা ভূমি স্পর্শ করে অজান্তেই ছুঁয়ে দিতো দুচোখের পাতা-
যে শরীরের উষ্ণতা এক প্রশান্তি দিতো আমার নিঃসঙ্গতাকে
কই- সেই আমি কেই
আর তো খুঁজে পাইনা এখন।।
রচনাকাল : ১৮/১/২০২৩
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।