কবিতাঃ মাতাল হাওয়া
কলমেঃ সুজন কুমার রায়
বইছে বাতাস খোলা আকাশ, তারা জ্বলে টিপটিপ ,,,
চাঁদের হাসি পরাতে ফাঁসি, জোনাকি জ্বালায় দ্বীপ ...
হাওয়ার ডাকে গাছের শাখে, দুলছে সবুজ পাতা ,,,
বাতাসের টানে জাগে মনে, পুরনো স্মৃতির ব্যথা ...
শীতল বাতাসে শিশির ঘাসে, স্বপ্ন যেন হারায় ,,,
নিঝুম রাতে মন হারাতে, স্মৃতিরা পাশে দাড়ায় ...
আকাশ জুরে চাঁদের কিনারে, প্রাণ জুরানো হাসি ,,,
নীরব রাতে হাওয়ার সাথে, থাকতে ভালবাসি ...
হাওয়ার কোলে যাচ্ছি দুলে, একলা আপন মনে ,,,
উতাল পাতাল আবার মাতাল, হাওয়া বয় ক্ষণে ক্ষণে ...
হাওয়া সে তো নিজের মতো, যেমন ইচ্ছা চলে ,,,
নতুন পুরনো হৃদয় জুরানো, অনেক কথা বলে ...
হৃদয় পানে হাওয়ার টানে, জাগে হাজার চাওয়া ,,,
স্বপ্ন জাগরণে জীবন মরনে, সাথী মাতাল হাওয়া ...
রচনাকাল : ৩১/১২/২০২২
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।