হাজারো কথার ছন্দপতন হয়, তুমি কেবল নিকষ কালো অন্ধকারে থেকে যাও। চিহ্নিত পদক তোমার, ভুলিবার সাধ্য নাই। বাজ পাখির করাল থাবার ভয়ে শকুন-বুকে ঠাঁই, হাড্ডিগুস্ত খাওয়ার নেশায় নেকড়ের দল রক্তচক্ষে চায়। সব খানেতে ঠাঁই মিললেও, ভরসার যায়গা নাই।রচনাকাল : ২৯/১০/২০২২