গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে আমাদের ছোট বাড়িঘর,
উত্তরে অজয় নদী সরু বালি চর।
রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
দূর গাঁয়ে চলে গাড়ি নদীঘাট ছাড়ি।
ছোট এক দিঘি আছে আমাদের গাঁয়ে,
দিঘি জল সুশীতল সবুজের ছায়ে।
পাড়ে তার সারি সারি আছে তালগাছ,
দিঘি জলে সারাদিন খেলে রুইমাছ।
আম কাঁঠালের গাছে পাখি গায় গান,
রাখাল বাজায় বাঁশি মেতে উঠে প্রাণ।
সবুজ ধানের মাঠ গাঁয়ে চারিধারে,
আমাদের গ্রামখানি অজয়ের পারে।
পাখিসব নীড়ে ফেরে সাঁঝের বেলায়,
জোনাকিরা দেয় আলো আঁধার ঘনায়।
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়,
নতুন সকাল আসে রাত কেটে যায়।
রচনাকাল : ১২/৭/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।