মূর্খমন্ত্রী এসেছেন
মেঘনাদ দত্ত
সাংবাদিক: ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের এবিপি দুঃখ চ্যানেলে। এবং আপনাকে অভিনন্দন জানাই
academy award achieveএর জন্য। আপনার কেমন লাগছে?
মূর্খমন্ত্রী: ধন্যবাদ আপনাকে। আমি খুবই আপ্লুত এবং মহিমান্বিত বোধ করছি।
সাংবাদিক: অবশ্যই আপনি মহিমান্বিত বোধ করবেন। মহান মানবী আপনি! কিন্তু একটি ব্যাপারে সত্যিই
আমি নির্বাক!
মূর্খমন্ত্রী:। কোন ব্যাপারে বলুন তো?
সাংবাদিক: আপনার 'কবিতাগীতানে'র কবিতাগুলির (আপনার মতে কবিতা) মধ্যে Dadaism,
surrealism,imagism বর্তমান। এই সমস্ত 'ism' আয়ত্ত করা এবং একটি কাব্যগ্রন্থের মধ্যে
সন্নিবিষ্ট করা, কি করে সম্ভব?
মূর্খমন্ত্রী : আপনি ১৪০০ টাকা স্পেন্ড করে আমার বইটি কিনে এবং পড়ে আপনার অমূল্য সময় এবং অর্থ
নষ্ট করেছেন ,এজন্য ধন্যবাদ।দেখুন,এ সমস্ত ইজিম আমার মজ্জাগত।Yeats যদি বেঁচে থাকতেন
আমাদের ঠাকুরকে নোবেলটা না দিয়ে আমাকেই দিতেন।
সাংবাদিক: যথার্থই বলেছেন।Yeats না দিলেও আপনার চামচা ব্রাত্যটা আপনাকে একাডেমি অ্যাওয়ার্ড
দিয়ে আপনাকে সম্মানিত করেছেন।
মূর্খমন্ত্রী : আমার সবকটা শ্যাম্পেলেই আমার পা চাটা বাচ্চা কুকুর হয়ে গেছে।
সাংবাদিক: একটু অন্যদিকে আসি। আপনার রাজ্যে শিক্ষিত চাকরিপ্রার্থীদের সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি?
মূর্খমন্ত্রী : দেখুন আমি ওদের ভালোবাসি। কিন্তু ধর্ণায় বসা ,আন্দোলন, রাস্তা অবরোধ করা এগুলো কি ওরা
ঠিক কাজ করছে?
সাংবাদিক: ম্যাডাম, আপনিতো রেপিস্টদের জন্য, চোরদের জন্য, খুনিদের জন্য ধর্ণায় বসেন।ওরা শিক্ষিত,
ওরা আন্দোলন করছে যাতে ওদের যোগ্যতার ভিত্তিতে কাজ পায়।
মূর্খমন্ত্রী : এজন্যই আমি বড্ড রেগে যাই। আপনারা ভালো কিছু দেখান না।আমার যুবশ্রী আছে, রূপশ্রী
আছে, কন্যাশ্রী আছে, লক্ষীর ভান্ডার আছে। কিছুদিন পর নারায়ণ ভান্ডার করে দেবো। আর কি
চাই ?শুধু চাই, চাই, চাই আর চাই ! আর কত দেবো?
সাংবাদিক: চাকরিপ্রার্থীদের কথা, শিক্ষিত বেকারদের নিয়ে তো কিছু বললেন না ! আপনার নেতা-মন্ত্রীরা
কোটি কোটি টাকা নিয়ে চাকরি দিয়েছে ।আপনি বলেছিলেন 'কোন শিক্ষক-শিক্ষিকার চাকরি
যাবে না'। আপনার মন্ত্রীর মেয়ের চাকরি গঙ্গার জলে ভাসছে। আপনি রোধ করতে পারলেন না?
মূর্খমন্ত্রী : ওকে একটা 'ডি'গ্ৰুপ দিয়ে দেব।No tension. আরে, একটা লোক নেতা মন্ত্রী হয়েছে কি জন্য?
টাকা খাওয়ার জন্য। সে পার্টিতে এসে পরোপকার করতে আসেনি!
সাংবাদিক: আজকাল শুনছি নাকি আপনি শ্লীল-অশ্লীল ঠিক করে দিচ্ছেন?
মূর্খমন্ত্রী : মানে? What do you mean by that?
সাংবাদিক: রোদ্দুর নাম্নী একজন পাগলা বালক সম্প্রতী গ্রেফতার হয়েছে আপনাকে চার অক্ষর বলার জন্য
।আপনি তো প্রধানমন্ত্রী কে 'শালা' বলে আখ্যা দিয়েছেন , কিম্ভূতকিমাকার বলেছেন। প্রধানমন্ত্রী
কাউন্টার অ্যাটাকে আপনাকে ব্যঙ্গ করে 'দিদি.... ও দিদি' বলেছেন ।আপনারা তো গ্রেফতার
হলেন না। আপনারা তো শালীনতা, নৈতিকতা ,সভ্যতা বোধ সবই বিসর্জন দিয়েছেন।
মূর্খমন্ত্রী : গ্রেফতার করা হয়, শুট আউট করা হয়, এনকাউন্টার করা হয় সাধারণ প্রজাদেরকে ।রাজা
মন্ত্রীদের এসব কিছু হয় না এবং তাদের এসবে কিছু যায় আসে না।
সাংবাদিক: কিন্তু আপনারা নির্বাচনে জিতে বলেন - 'এ জয় জনগণের জয়'।
মূর্খমন্ত্রী : এই কথাগুলো ঠাকুর পূজার মন্ত্রের মতো। মন্ত্রের যেমন অধিকাংশ মানুষ অর্থ বোঝে না, ঠিক
একইভাবে আমাদের ওই কথারও অর্থ বোঝে না।
সাংবাদিক: মন্ত্র না হয় না বুঝলো কিন্তু আপনি যে নিরপেক্ষ নন, সেটা মানুষ বুঝেছেন। আপনি অভিযোগ
করেন যে আপনার এক বিরোধী দল ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন রাজনৈতিক প্রাঙ্গনে।
আপনি কি করেন না?
মূর্খমন্ত্রী : দেখুন, বিষ্ণু আমার মা। আপনাকে এমন অভিশাপ দেবো,আপনি ভস্ম হয়ে যাবেন ।আপনি কোন
ব্যাপারটা ইঙ্গিত করতে চাইছেন বলুন তো?
সাংবাদিক: আপনি এক সম্প্রদায়ের মানুষকে বিগত কয়েক বছর ধরে ভাতা দিয়ে আসছিলেন আর
এক সম্প্রদায়ের মানুষকে দিতেন না। বিধানসভার ভোটের আগে আপনার নিরপেক্ষ মন উতলে
উঠলো ।তখন আরেক সম্প্রদায়(যারা ওম নমো ঢং নমঃ করে)-কে ভাতা দিতে শুরু করলেন।
এটা কি ধর্মীয় নিরপেক্ষতার জন্য নাকি ওই সম্প্রদায়ের ভোটকে থলিতে তোলার জন্য?
মূর্খমন্ত্রী : এসবই বিষ্ণু মাতার কৃপা! এসব প্রশান্ত বুড়োর বুদ্ধি! দেখুন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়।
জনগণ যে আমাদের ভোট দেবে, কি দেখে দেবে? আমার এম এল এ ,এমপি গুলো চাকরির জন্য
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা ছাড়া, কিছু লোককে খুন ,ধর্ষণ করা ছাড়া ,রাস্তাঘাটে দু-চারটে
বোল্ডার ফেলা ছাড়া আর কিছু করেনি। সেজন্য, ভোটের আগে বেশ কিছু মিথ্যা প্রতিশ্রুতি আর
অর্থের মতো ট্যাবলেট ইনজেক্ট করা হয়!
সাংবাদিক: বাহ!বাহ! এই না হলে আমার মূর্খমন্ত্রী ! শেষ প্রশ্ন। আমার সকল রাজ্যবাসি জানেন যে আপনার
অঙ্গুলি হেলন ছাড়া কিছু হয় না।এই SSC scam -এ আপনি ,আপনার এম এল এ, এম পি -রা
কত করে ভাগ বসালেন?
মূর্খমন্ত্রী : দেখুন, এটি বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না । বিচার শেষেই
আপনারা দেখতে পাবেন কার একাউন্টে কত গেছে!
সাংবাদিক: আপনি যে প্রকল্পগুলো চালু করেছেন এবং যে পরিমাণ টাকা ব্যয় হচ্ছে ,রাজ্যের structural
development কিছু হচ্ছে না। মাসিক ভাতা দিয়ে আপনি রাজ্যের অধিকাংশ মানুষকে ভিখারি-
তে পরিণত করছেন। রাজ্যবাসীর মেরুদন্ডগুলোকে আপনি অবলুপ্ত করে দিচ্ছেন !আপনি কি
ভাবছেন?
মূর্খমন্ত্রী : দেখুন, রাজনীতি করতে গেলে প্রথমে একজন নেতা বা নেত্রীকে ডাক্তার হতে হবে। প্রথমে
আপনাকে symptom বুঝতে হবে। Public demand কি? রাজ্যবাসী চাকরি চায়? শিল্প চায় ?
বিনোদন চায় ? না ভিখারি হতে চায়? Statistics দেখে বোঝা গেল, অধিকাংশ ক্ষেত্রেই দেখা
যাচ্ছে ; তারা ভিখারী হতে চায়! কি করবো বলুন?
সাংবাদিক: সত্যিই তো! আপনি আর কি করবেন বলুন! আমাদের এবিপি দুঃখ চ্যানেলে আসার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ! নমস্কার!
মূর্খমন্ত্রী : নমস্কার!
রচনাকাল : ৭/৭/২০২২
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।