করো না জাতের ভেদ আড়ে রেখে হুঁশ, বিধাতার দাস মোরা নমনে মানুষ। একই মাটি দিয়ে গড়া সকলের তনু, লহুর ধারাও বয় অভেদের অনু। যতোই ভাবো না কেন নিজেরে অতুল, যেতে হবে সেই পথে নেই কোন ভুল। মান আর হুঁশ যদি জনমের সার, মাঝে কেন জেগে রবে বাঁধার পাহাড়!!রচনাকাল : ৬/৭/২০২২