মজার খেলা রে ভাই দেখি বসে আকাশে,
মেঘ দেয় হামাগুড়ি মাটি উড়ে বাতাসে।
মান কিনে ডাব গাছ জেগে তাল পুকুরে,
ছাগ গায় হুয়া হুয়া ব্যা ব্যা ডাকে কুকুরে।
মাছ খায় গাছে দোল উদ ঘুরে শুকানে,
নদী কাঁদে ধারা খোয়ে খাল ধায় উজানে।
বিলি দেয় রোজ ছানা মূষিকের আদরে,
ধান গাছে পান ধরে কলা খায় বাঁদরে।
মশা ভাঙে ঢাক ঢোল হাতিদের নাচাতে,
মাঠ হয় চৌচির বরষার আঘাতে।
ঠ্যাঙ তুলে ব্যাঙ নাচে বগীলার আসরে,
চাঁদ ঢালে দিনে আলো জোনাকির বাসরে।
শুয়ো পোকা কুয়ো খুঁজে সূর্যটা নিভিয়ে,
লোহা কাটে উঁই হেসে কটমট চিবিয়ে।
টুনি সেও পাশা খ্যালে পেঁচকের সু’ জবে,
অযথা দিও না কান তুমি শুধু গুজবে।
রচনাকাল : ৫/৭/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।