গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার
মা আমার গাঁয়ের সবুজ কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
সকল গ্রামের সেরা আমাদের গ্রাম,
জন্মভূমি মাটি মাকে জানাই প্রণাম।
সবুজের মাঠ ভরা গ্রামটি আমার,
আমাদের গ্রামখানি প্রিয় সবাকার।
আম কাঁঠালের গাছে পাখি গায় গান,
পাখিদের গান শুনে ভরে মন প্রাণ।
সারি সারি তালগাছ কোথাও খেজুর,
দূর হতে আসে ভেসে রাখালিয়া সুর।
মাঝখানে ছোটদিঘি গাঁয়েতে আমার,
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার।
গাঁয়ের কুমোরপাড়া শেষ সীমানায়,
অজয় নদীর ঘাট দূরে দেখা যায়।
অজয়ের নদীজল কুলু কুলু বয়,
ছল ছল কল কল কত কথা কয়।
অজয়ের বাঁকে শাল পিয়ালের বন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ২৬/৬/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।