ভাবতে ভাবতেই জীবন হলো শেষ! বলছো শুনে ভান্ডে কি ধন? পক্ক ক’টা কেশ। আরজি করে পেশ, জেনেই তবু ভাবনারা কয় ’বেশ তো আছি বেশ!’ ছোট্ট বেলায় সেই যে এসে ভূতো, বললো জানিস কার পানে ধায় চাঁদের বুড়ির সুতো? ভাব হলো অকুতো, বুঝনু যাবে যৌবনের ক্ষণ রুখতে ওদের গুঁতো। সাথী ভেবেই রাখতে তবু মান, কাম-কাজে রোজ গাট্টা খেয়ে হইছি কি সাবধান! সাজলেও তাই চান, সত্য হলো মন দেহ আজ ভাবনারই খানদান।রচনাকাল : ৩/৬/২০২২