কবিতা আসরে কবিতার ফুল (কবির ২১০০তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতা আসরে কবিতার ফুল
বিকশিত নিতি নিতি,
দিবা অবসানে রাত্রির আঁধারে
রেখে যায় নব স্মৃতি।
কত যে ফুটিল কত যে ঝরিল
হিসাব রাখে না কেহ,
কেহবা পড়িল মন্তব্যে লিখিল
ভালবাসা আর স্নেহ।
কবিতার গাছে ফুল ফুটে আছে
কবিতার গাঁথা মালা,
কবিতা আসর পাঠকের ঘর
কবিদের পাঠশালা।
দিনে দিনে কত লিখেছি কবিতা
কবিতার এ আসরে,
বুক ভরা ব্যথা হৃদয়ের কথা
লিখে রাখি যত্ন করে।
কবিতার গাছে ফুল ফুটে আছে
শোভা দেয় চারিধার,
দ্বিসহস্র আর শততম আজি
মোর কাব্য উপহার।
ফতেহুল বারী আখন্দ৩০/০৪/২০২২
এতো গুলো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য কবিকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন কবি ।শুভেচ্ছা সমবেত শুভ কামনা নিরন্তর।
ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি)৩০/০৪/২০২২,
২১০০ কবিতা উপহার দেবার জন্য হার্দিক অভিনন্দন। লিখে চলুন। আরও আরও অনেক লেখা পাবে এই আসর। ভালো থাকবেন শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় কবি।
রচনাকাল : ২১/৫/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।