প্রতিটা দিনই বিশ্ব মাতৃদিবস। মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। কিন্তু সারা বিশ্বে একটি বিশেষ দিন এই বিশ্ব মাতৃদিবস পালন করা হয়। আজ সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃদিবস। এই বিশেষ দিনটিকে মায়েদের সম্মান জানানোর জন্যই নির্দিষ্ট করা হয়েছে। মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন। মায়ের জন্য নির্ধারিত এই বিশেষ দিনটি শুধু মায়ের জন্য। তাই বিশেষ এই দিনে প্রত্যেকেই নিজের মতো করে মাকে বিশেষ সম্মান জানায়।
জননী দিবসের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
জননী দিবস আজি পূণ্য শুভ দিন,
জননী পূজিয়া শোধ কর মাতৃঋণ।
জননীর সম গুরু এ জগতে নাই,
স্নেহ আর ভালবাসা মা’র কাছে পাই।
শুন শুন বিশ্ববাসী বচন আমার,
মাতৃপূজা কর সবে কহিলাম সার।
যেইজন মাতৃপূজা করে ভক্তিভরে,
চিরসুখী সেইজন চিরদিন তরে।
জননী ও জন্মভূমি বড়ো স্বর্গ চেয়ে,
হইলাম বড়ো তব ভালবাসা পেয়ে।
চিরসুখী সেইজন থাকেন যদি মা,
মায়ের অপার স্নেহ নাহিক তুলনা।
জননীর আশীর্বাদ মস্তকেতে ধরি,
রণে বনে সর্বস্থানে জয়লাভ করি।
মাতৃপূজা করো সবে ধরি শ্রীচরণ,
জননী দিবসে কাব্য লিখিল লক্ষ্মণ।
রচনাকাল : ৮/৫/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।