কুহক ভেবেছিলে
মেঘনাদ দত্ত
এক যুবক হেঁটেছিল এই পথ দিয়ে।
তুমি ফিরে দেখনি, উর্মিলা।
তুমি তারে কুহক ভেবেছিলে।
এক যুবক তখন কুসুম্বার ঘ্রাণে বিলীন ছিল।
বৃষ্টির ভেজা বিকেলে, বৃষ্টিস্নাত কুসুম্বাকে
ঘ্রাণের ইউনিটে মাপছিল।
তুমি ফিরে দেখনি, উর্মিলা।
তুমি তারে কুহক ভেবেছিলে।
যুবকটি তখন সংকীর্ণ সাম্প্রদায়িকতা,
রাজনৈতিক দুর্নীতির প্রতিবাদ মিছিলে রত।
তুমি ফিরে দেখনি, উর্মিলা।
তুমি তারে কুহক ভেবেছিলে।
যুবকটি তখন কোন পার্সোনালিটি টেস্ট এর রুম থেকে বের হচ্ছে,
বিষণ্ণ মনে; অনেক খোঁজার পর, অনেক শ্রমের পর,
না পাওয়া পুষ্করিণীর ধারে বসে থাকা হরিণের মত।
তুমি ফিরে দেখনি ,উর্মিলা।
তুমি তারে কুহক ভেবেছিলে।
যুবকটি তখন তিন রাস্তার মোড়ে।
এক অন্ধ মানুষকে রাস্তার এপার থেকে ওপারে নিয়ে যায়।
কয়েক ঘণ্টার অপেক্ষার পর অন্ধ মানুষটি তার 'নাগরিক' খুঁজে পায়।
তুমি ফিরে দেখনি, উর্মিলা।
তুমি তারে কুহক ভেবেছিলে।
রচনাকাল : ১৬/৪/২০২২
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।