স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯
শুভ নববর্ষের কবিতা দ্বিতীয় পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নব আনন্দে জাগো আজি,
বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন !
এসো নবসাজে।
<>>> শুভ নববর্ষ>><>
নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে । আসুক এবার নতুন সকাল, কিছু কথা কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
নববর্ষের আলোকে আমার কবিতা
নববর্ষের কবিতা দ্বিতীয় পর্ব
নতুন বছরে নতুন প্রভাতে
প্রভাতী পাখিরা গায়,
নতুন কিরণে প্রভাতের রবি
কিরণ প্রভা ছড়ায়।
ফুল বাগিচায় মধুকর সবে
গুন গুন সুরে গায়,
আপনার বেগে অজয়ের জল
গঙ্গানদী পানে ধায়।
রাঙামাটি পথে অতি দ্রুত ছুটে
গাড়ি দ্রুতবেগে ধায়
নতুন বছরে রাঙাপথ ধরে
লোকে নদীঘাটে যায়।
অজয়ের চরে এই শুক্রবারে
বসেছে আজিকে হাট,
নৌকাটি বাঁধা অজয়ের চরে
নির্জন নদীর ঘাট।
রচনাকাল : ১৬/৪/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।