তুমি, জাগবে না কাণ্ডারী!
দ্যাখো না কেমনে আন্ধার ঘুরে
বাঁকা ঠোঁটে দিয়ে আড়ি!
দেয় না আজকে কিঞ্চিত আলো
ক্ষণিকের তরে শশী,
হয়তো বা আছে মেঘের আড়ালে
তারারাও চুপে বসি।
পেঁচক ডাকছে কর্কশ স্বরে
গড়ে দিতে ভীতি ক্ষীণ অন্তরে
বায়ু বুঝি তার উগ্রতা দেখে
কেঁদে করে আহাজারি।
তুমি, জাগবে না কাণ্ডারী!
উত্তাল ঢেউ তরণীর গায়ে
আছড়ে পড়ছে আসি,
ঘূর্ণি স্রোতের তাণ্ডব দেখে
বিজলী দিতেছে হাসি।
যেদিকে তাকাই এ কি ঘনঘোর!
এ রজনী কভু হবে না গো ভোর!
কেমনে বলো তো পাবো তবে আমি
ফিরে আপনার বাড়ি!
তুমি, জাগবে না কাণ্ডারী!
রচনাকাল : ৭/৪/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।