বসন্তে রাঙা হৃদয়... নব নব কিশলয়
বসন্তের আগমনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পলাশফুল ফোটে বসন্তকালে, প্রকৃতির তীব্র আবেদনে। বসন্তে পলাশবন দেখলে মনে হবে আগুন লেগেছে চারিদিকে। এ আগুন কামনার আগুন নয় প্রেমের আগুন, আনন্দের আগুন, উৎসবের আগুন। কালো খোঁপায় এক গোছা পলাশফুল পুরো তনুকে সমৃদ্ধ করে, প্রেম জাগায়। তাই আজ বসন্ত পলাশ-অনুসঙ্গ একটি শক্তিশালী প্রতীক। ... প্রেমের প্রতীক ... আনন্দের প্রতীক। পলাশের এই দীপ্তিময় শোভা আকর্ষণ করে সবার হৃদয়।
বসন্তে হৃদয় রাঙা চোখ দুটি ঘুম ভাঙা
বারে বারে ফিরে ফিরে চায়,
বসন্তে উঠিল রবি নব বসন্তের ছবি
তরু শাখে পাখি গীত গায়।
সুনীল গগনতলে শঙ্খচিল উড়ে চলে
ভেসে আসে রাখালিয়া সুর,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
ক্যাঁচ ক্যাঁচ শব্দ সুমধুর।
বসন্তের আগমনে ফুল ফুটে ফুলবনে
রাশি রাশি ফুটে কত ফুল,
গাঁয়ের পথের বাঁকে আসে বক ঝাঁকে ঝাঁকে
ফুটে ফুল পলাশ শিমূল।
অজয় নদীর ঘাট বসে সেথা রোজ হাট
হাটুরেরা আসে দলে দলে,
ক্রেতাদের আনাগোনা সারাদিন বেচাকেনা
ঘাট ভরে জন কোলাহলে।
রচনাকাল : ১০/৩/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।