বসন্ত এসে গেছে........ ফুলের বনে ফুল ফুটেছে
হৃদয় রাঙানো বসন্তের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে প্রকৃতিসাজে নতুন সাজে। শীতের রুক্ষতা মুছে প্রকৃতি হয়ে ওঠে সজীব-কোমল। শীতের প্রচণ্ডতায় পাতা ঝরা গাছগুলো কঙ্কাল মূর্তি থেকে মুক্তি পেয়ে কচি পাতার সমাহারে ফিরে পায় নতুন জীবন। গাছে গাছে ফুটে থাকে নাম জানা অজানা হাজারো ফুল। বাতাবী লেবুর ফুলও ফুটেছে ক্যাম্পাসের গাছে গাছে। শীতের রুক্ষতায় সবুজ ক্যাম্পাসের গাছগুলো কঙ্কালের মত দাঁড়িয়ে ছিল বহুদিন। বসন্তের আগমনে গাছে গাছে নতুন কচি পাতা বের হওয়ায় গাছগুলো মুক্তি পেয়েছে তার মরণ দশা থেকে। তবে কি সত্যিই বসন্ত এসে গেছে? হ্যাঁ বসন্তের আগমনে ধরিত্রী হয়ে উঠে অপরূপা। আমবাগানে আমের গাছে ফুটেছে আমের মুকুল। সর্বত্র ছড়িয়ে পড়েছে আম্র মুকুলের পাগল করা ঘ্রাণ।
বসন্ত এসেছে বসুধা সেজেছে
অপরূপ মনোহরা,
কুসুম কানন পলাশের বন
ফুলে ফুলে আছে ভরা।
রাঙাপথ বাঁকে বক বসে থাকে
বধূরা নাইতে আসে,
অজয়ের চরে সোনা রোদ ঝরে
গ্রাম সীমানার পাশে।
বসন্ত আসিল অলিরা মাতিল
গুঞ্জরিছে ফুলে ফুলে,
আমের শাখায় কোকিলেরা গায়
অজয়ের দুই কূলে।
অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
ঢলে পশ্চিমের কোণে
জোছনায় জল করে ঝলমল
চাঁদ হাসে শাল বনে।
রচনাকাল : ৫/৩/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।