ভারত এক মহান দেশ………….স্বদেশের গান
দেশাত্মবোধক কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ভারত আমার মহান দেশ
হেথা শুনি স্বদেশের গান,
সুজলা শ্যামলা সবুজ দেশ
আছে যে মাটি মায়ের টান।
স্বদেশের মাটি সবুজ খাঁটি
মাটিতে ফলে সোনার ধান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি
আকুল করে সবাকার প্রাণ।
সবুজ মাটিতে বিপ্লব আসে
হেথা হেরি সবুজের বিপ্লব,
আছে আম কাঁঠালের বন,
যেথা করে পাখিরা কলরব।
ভারত আমার জন্মভূমি মা
ভারতের মাটি স্বর্গ আমার,
ভারত আমার ভারতমাতা
ভারতমাতার মহিমা অপার।
রচনাকাল : ৩/২/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।