প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। কিন্তু গণতান্ত্রিক ভারত হিসেবে আত্মপ্রকাশ করার পথ খুব একটা সহজ সরল ছিল না। দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ২০০ বছরের ইংরেজ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান সভার ঘোষণা করা হয়। ভারতের রাজ্যের সভার নির্বাচিত সদস্যের দ্বারা সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ড: বি. আর আম্বেদকর, জওহরলাল নেহরু, ড: রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ এই সংবিধান সভার সদস্য ছিলেন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য-
• এদিন দেশে গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। আট কিলোমিটার ব্যাপী এই প্যারেড শুরু হয় রাইসিনা হিল থেকে। এরপর রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লায় এর সমাপ্তি ঘটে।
• ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম গণতন্ত্র দিবসের প্যারেড রাজপথের পরিবর্তে তৎকালীন ইর্ভিন স্টেডিয়াম (বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম)-এ আয়োজিত হয়েছিল। সে সময় ইর্ভিন স্টেডিয়ামের চারদিকে দেওয়াল ছিল না ও সেখান থেকে লালকেল্লা স্পষ্ট দেখা যেত।
• ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়।
• জাতীয় সংগীতের সময় ২১টি তোপের সেলামি দেওয়া হয়। জাতীয় সংগীতের শুরু থেকেই এই সেলামি দেওয়া শুরু হয় ও ৫২ সেকেন্ডে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে।
• প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে থাকে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা।
• প্রজাতন্ত্র দিবসে বীরতা পুরস্কার প্রদান করা হয়।
26শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে আমার নিবেদন
প্রজাতন্ত্র দিবসের কবিতা
https://www.youtube.com/watch?v=Yucq4RrXbNk
কণ্ঠে- বিন্দু
https://www.youtube.com/watch?v=EbeJwgT7cso
কণ্ঠে- জয়শ্রী মাজি
https://www.youtube.com/watch?v=MtHj3w7FB-U
কণ্ঠে- ঐন্দ্রিলা
https://www.youtube.com/watch?v=Q3kFY9JzPHc
কণ্ঠে – চঞ্চলা সাহা
রচনাকাল : ২৮/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।