পঁচিশে জানুয়ারি (শুভ জন্মদিনের কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হে পঁচিশে জানুয়ারি! কেন আসে তাড়াতাডি
জন্মদিন বছর বছর,
দিন যায় মাস যায় কিছু স্মৃতি মনে নাই
জন্মদিন আসে নিরন্তর।
মোবাইলে বার্তা আসে কত স্মৃতি মনে ভাসে
পার হয় নতুন বছর,
আসে শুভ নববর্ষ কত হাসি কত হর্ষ
জন্মদিন আসে অতঃপর।
আজি শুভ জন্মদিন মনে জাগে আশা ক্ষীন
জাগে মনে বিবিধ সংশয়,
আর কতকাল রব কখন বিদায় লব
যেতে হবে জানি সুনিশ্চয়।
আমারে মার্জনা কর দোষ ত্রুটি নাহি ধর
ক্ষমা কর হে কবি সমাজ!
ভুল যদি করে থাকি সবাকাছে ভিক্ষা মাগি
ক্ষমাভিক্ষা মাগি আমি আজ।
আজি প্রাণের স্পন্দনে নব আশা জাগে মনে
মনে ভাবি হব আমি কবি,
কত স্মৃতি কত ব্যথা কবিতায় বলে কথা
অন্তরে রেখেছি এঁকে ছবি।
• গোপাল চন্দ্র সরকার২৫/০১/২০২২, ০৮:০২ মি:
প্রকৃতিকে নিয়ে সুন্দর কাব্য ।
প্রিয়কবিকে শুভজন্মদিনে, শতসহস্র শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
লক্ষ্মণ ভাণ্ডারী২৫/০১/২০২২, ১০:৩১ মি:
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। কবির জন্মদিনে আর এক কবির সুমন্তব্যে হৃদয়ে পুলক জাগে। অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ও হৃদয়ের ভালবাসা গ্রহণ করুন কবিবর। সাথে থাকুন পাশে রাখুন।
জয়গুরু!
• মোহা আসাদুজ্জামান আসাদ২৫/০১/২০২২, ০৭:৫৫ মি:
অসাধারণ প্রেমের কবিতা। অতুলনীয়। শুভ জন্ম দিন। কবিকে জানাই অভিনন্দন।
লক্ষ্মণ ভাণ্ডারী২৫/০১/২০২২, ১০:৩৩ মি:
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। কবির জন্মদিনে আর এক কবির সুমন্তব্যে হৃদয়ে পুলক জাগে। সাথে থাকুন। অশেষ ধন্যবাদ।
রচনাকাল : ২৫/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।