শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে ঢাকা আমার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। ... কুয়াশার চাদর সরিয়ে সোনালী সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলোয় ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি। খুব অপরূপ লাগে কুয়াশা ঝরা শীতের সকাল।
পূবের আকাশ আজি লাল রঙ মাখা,
শীতের সকাল হেরি রবি মেঘে ঢাকা।
কনকনে শীত তাই শীত লাগে গায়,
সকালে আকাশখানি ঢাকা কুয়াশায়।
নয়ন দিঘির ঘাটে হাঁসগুলি খেলে,
দিঘিজলে জাল ফেলে মাছ ধরে জেলে।
আঁকা বাঁকা গলিপথ বামদিক ছাড়ি,
বধূরা সিনান করে চলে নিজ বাড়ি।
রাঙাপথে দুই ধারে খেজুরের গাছে,
খেজুরের রস ঝরে ভাঁড় বাঁধা আছে।
চারদিকে কুয়াশায় দেখা নাহি যায়,
আছে অজয়ের চর গ্রাম সীমানায়।
অজয়ের নদীজল ভারি সুশীতল,
চরে শালিকের ঝাঁক করে কোলাহল।
যাত্রীদল পার হয় যায় দূর গ্রামে,
দিবসের অবসানে ঘাটে সন্ধ্যা নামে।
রচনাকাল : ২৪/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।